গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সে ঝকঝকে বাংলা দেখুন!

Abdullah Al Faruque
0

 ***গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সে ঝকঝকে বাংলা দেখুন!***


 - লিখেছেন আবদুল্লাহ্‌ আল ফারুক।


আসসালামু আলাইকুম!


কেমন আছেন সবাই?


.. 


আমরা অনেকেই ক্রোম বা ফায়ারফক্স দিয়ে ওয়েব ব্রাউজ করার সময় দেখি- সুন্দরভাবে বাংলা লেখাগুলো আসছে না। 


নিচের স্টেপগুলো ফলো করে সেটা ঠিক করে নিন!


গুগল ক্রোমে-


১. সোলায়মান লিপি ফন্ট-টি আপনার পিসিতে ইন্সটল করা না থাকলে এই লিঙ্কঃ http://www.freebanglafont.com/download.php?id=649/ Or, https://www.omicronlab.com/bangla-fonts.html থেকে ডাউনলোড শেষে আনজিপের পর কপি করে C:\Windows\Fonts – ফোল্ডারে পেস্ট করুন। রিকোয়ার্ড ফন্ট ইনস্টলেশন কমপ্লিটেড!


২. ক্রোমের উপরের ডান পাশের কর্ণারের থ্রী ডট মেন্যুতে যান - - 


গিয়ে সেটিংসে ক্লিক করুন। 


৩. সেটিংসের সার্চ বক্সে সিম্পলি টাইপ করুন- “fonts” .


৪. এবার, “Customize fonts” -অপশনে যান।


৫. সেখানকার Standard, Serif, Sans-serif, Fixed width font- সবগুলোতেই ড্রপডাউন মেন্যু থেকে Solaiman Lipi- নির্বাচন করুন। 


৬. ব্যাস! এখন, ক্রোম থেকে এক্সিট হয়ে আবার ওপেন করুন। যেকোন একটা বাংলা সাইটে যান এবং ঝকঝকে বাংলা দেখুন!




মজিলা ফায়ারফক্সে-


১. হোমপেইজের সেটিংস আইকনে ক্লিক করে সার্চ বক্সে [Find in Options] আবারো fonts লিখুন!


২. Advanced- বাটনে ক্লিক করে Serif, Sans-serif, Monospace ফন্ট হিসেবে ড্রপ ডাউন মেন্যু থেকে Solaiman Lipi- নির্বাচন করুন। 


৩. সবশেষে “Ok” চাপুন। 




এখন, ফায়ারফক্স রিস্টার্ট করলেই ফন্ট চেইঞ্জ হয়ে যাবে!




যাদের মোবাইলে বাংলা ভাষা সমর্থন করে না- তাদের হ্যান্ডসেটে অপেরা মিনিতে বাংলা দেখার জন্যে অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করুনঃ about:config অথবা, config:




কনফিগারেশন পেইজ লোড হলে স্ক্রল করে পেইজের একদম নিচের দিকে চলে যান- সেখানকার “Use bitmap fonts for complex scripts” - লেখার পাশের বাটনে “No” এর পরিবর্তে “Yes” দিয়ে দিন। এবার, পেইজের নিচের অংশে “Save”- এ ক্লিক করুন। 


All Done!


***


আমার ওয়েবসাইটঃ www.technotalk2u.cf এবং www.onusahitya.tk


আজ তাহলে এ পর্যন্তই!


মহান আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের সবাইকে সুস্থ রাখুন।


মা’আসসালাম।।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top