***লিব্রে অফিসঃ মাইক্রোসফট অফিসের একটি চমৎকার বিকল্প!***
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
আসসালামু আলাইকুম।
আজ আমরা কথা বলবো এমন একটা পিসি সফটওয়্যার নিয়ে- যেটা দিয়ে এমএস অফিসের প্রায় সব কাজই করা যায়। আর, সবচেয়ে বড় কথা হলো- এটা সম্পূর্ণ ফ্রি এবং একটি ওপেন সোর্স অফিস স্যুট।
অন্যদিকে, এমএস অফিস মোটেও কোন ফ্রি সফটওয়্যার প্যাকেজ নয়; [যদিও অনেকে বাজার থেকে ৭০-৮০ টাকা দিয়ে ডিভিডি কিনে বা ইন্টারনেট থেকে এর পাইরেটেড কপি এবং অন্যের লাইসেন্স কী সংগ্রহ করে অথবা, অ্যাপটি হ্যাক করে (কোন হ্যাকিং টুলের সাহায্যে লাইসেন্স অ্যাক্টিভেট করে) ব্যবহার করছে- কিন্তু, তা মোটেও কোন বৈধ পন্থা না। কারণ, বর্তমানে অফিশিয়াল এমএস অফিস ২০১৯ (Home and Business) এর খুচরামূল্য প্রায় ২১,০০০ টাকার মতো! [https://www,startech,com,bd/software/ms-software/ms-office/ Or, See: https://www,microsoft,com/en-us/p/office-home-business-2019/cfq7ttc0k7cq?activetab=pivot:overviewtab/ (Approaximate Price: 249.99 $ !! ) (Remove Comma’s)]- তাই, বাজার থেকে অল্প কিছু টাকা দিয়ে মাইক্রোসফট অফিসের একটা সিডি বা ডিভিডি কিনে আনা হলে সেটা স্বভাবতইঃ বিবেকবোধে বাধা দিবে। ]
একারণে, যদি এত টাকা খরচ করতে ইচ্ছা না হয়- তাহলে এক্ষেত্রে ‘লিব্রে অফিস’ একটি অসাধারণ বৈধ বিকল্প হবে।
তো, চলুন দেখি- কী কী ফিচার রয়েছে এই লিব্রে অফিসেঃ
Libre Office-এ রয়েছে Writer; যা এমএস ওয়ার্ড-এর সমতূল্য এবং এর সাহায্যে বেশ স্বাচ্ছন্দ্যেই ওয়ার্ড প্রসেসিং-এর কাজ করা যায়।
রয়েছে Calc; যা দিয়ে মাইক্রোসফট এক্সেল এর মতই স্প্রেডশীট এডিট করা যায়।
মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ করার জন্যে আছে Impress. সুন্দর সুন্দর প্রেজেন্টেশন ফাইল তৈরি করতে পারবেন এটা দিয়ে।
এমএস এক্সেসের বিকল্প হিসেবে আছে Base.
এছাড়াও, কিছু বাড়তি প্যাকেজ রয়েছে- যা এমএস অফিসেও নেই!
সেগুলো হলো- ভেক্টর গ্রাফিক্স এডিটরঃ Draw, গাণিতিক সমীকরণ তৈরি এবং সম্পাদনা করার জন্যেঃ Math.
মাইক্রোসফট অফিসের সকল ফাইল ফরম্যাট এটি সমর্থন করে এবং এর নিজস্ব ফাইল এক্সটেনশনও আছে। এমএস অফিসের ফরম্যাটে ফাইল সেইভ করতে চাইলে ডকুমেন্ট সেইভ করার সময় ড্রপ-ডাউন মেন্যু থেকে পছন্দমত ফাইল এক্সটেনশন নির্বাচন করে নিতে হয়।
তাই, লেখালেখি বা অফিশিয়াল কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার জন্য ডাউনলোড করে নিতে পারেন এই চমৎকার অ্যাপটি- লিঙ্কঃ https :// www,libreoffice,org/download/download/ [Remove Comma’s!]
৩২ বিট (অর্থাৎ, x86) এবং ৬৪ বিট (x64) – দুটো প্ল্যাটফর্মই এটা সমর্থন করে।
উইন্ডোজের পাশাপাশি ম্যাক ওএস এবং লিনাক্স ডিস্ট্রোগুলোতেও লিব্রে অফিস ব্যবহার করা যায়। [আসলে, অনেক লিনাক্স ডিস্ট্রোগুলোতেই এটা প্রি-ইন্সটলড্ করা থাকে। যেমন- উবুন্টু, লিনাক্স মিন্ট ইত্যাদি। ]
আমার ওয়েবসাইটঃ www,onusahitya,tk এবং www,technotalk2u,cf [Remove Comma’s!]
ফেইসবুক প্রোফাইলঃ www,facebook,com/aalfaruque1/
যাই হোক, আজ আর নয়।
মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের সবাইকে ভালো রাখুন।।
মা’আসসালাম।
***