***যেভাবে দ্রুতগতিসম্পন্ন ক্লাউডফ্লেয়ার ডিএনএস সার্ভিস আপনার রাউটারে বা পিসিতে যুক্ত করবেন***
- লিখেছেন আবদুল্লাহ্ আল ফারুক।
যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করেন, তারা প্রায়ই স্লো ওয়েবপেজ ব্রাউজিং সমস্যায় পড়ে থাকেন।
পেজ তাড়াতাড়ি লোড হওয়া অনেকটাই নির্ভর করে DNS এর উপর। [DNS = Domain Name System]
বিশ্বসেরা কয়েকটি ফাস্ট ডিএনএস সার্ভিস প্রভাইডার হচ্ছে ক্লাউডফ্লেয়ার, গুগল, ওপেন ডিএনএস ইত্যাদি।
এর মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে কাজ করে ক্লাউডফ্লেয়ার কর্তৃক প্রদত্ত ডিএনএস সেবাটি।
নিচে কয়েকটি কোম্পানির ডিএনএস ল্যাটেন্সী দেখানো হলোঃ
Cloudflare DNS Latency: 13.66ms
Google DNS Latency: 22.78ms
Open DNS Latency: 23.19ms
Verisign DNS Latency: 64.43ms
[October, 2020]
তালিকায় দেখা যাচ্ছে এখানে সবচেয়ে দ্রুত কাজ করছে ক্লাউডফ্লেয়ারের ডিএনএস সার্ভিসটি।
***
ওয়াইফাই রাউটারে খুব সহজেই ক্লাউডফ্লেয়ারের ডিএনএস সার্ভিস যুক্ত করে নিতে পারেন। রাউটারের ওয়েব অ্যাডমিন প্যানেলে (192.168.0.1 অথবা, 192.168.1.1) লগ ইন করে [Default Username: admin & Password: admin ] [রাউটারের কোম্পানি ও মডেলভেদে মেন্যু ও অপশনসমূহের অবস্থানের বিভিন্নতা থাকতে পারে।] DHCP সেটিংসে যান;
সেখানকার ডিএনএস সার্ভারের অ্যাড্রেস বক্সে-
DNS Address : 1.1.1.3
Secondary DNS Address : 1.0.0.3
লিখুন।
এরপর, নিচের 'Save' বাটনে ক্লিক করুন।
এখন, 'System Tools' ট্যাব থেকে 'Reboot' অপশনে গিয়ে রাউটারটি রিবুট (পুনরায় চালু) করে নিন।
সার্চ ইঞ্জিনগুলোতে অনাকাঙ্ক্ষিত সার্চ রেজাল্ট ফিল্টারিং এবং ওয়েবসাইট ব্রাউজের ক্ষেত্রেও নিরাপত্তা প্রদান করবে এটি।
ব্যাস! এভাবে একদম নির্বিঘ্নেই আপনি ক্লাউডফ্লেয়ারের সর্বাধিক গতিসম্পন্ন ফ্রি ডিএনএস সার্ভিসটি রাউটারে অ্যাড করে নিতে পারেন।
[পিসি ইউজাররা কন্ট্রোল প্যানেলের "Network and Internet>Network and Sharing Centre" থেকে "Change Adapter Settings" এ গিয়ে যে নেটওয়ার্ক ইন্টারফেসটি ইউজ করছেন তাতে রাইট ক্লিক করে Properties>Internet Protocol Version 4 (TCIP/IPv4)<Use the following DNS server addresses<1.1.1.3 & 1.0.0.3 < Ok.
- উপর্যুক্ত অ্যাড্রেস দিয়ে ডিএনএসটি অ্যাড করতে পারেন।]
***
How to Play Casino: Easy Guide to playing slots on
ReplyDeleteCasino games are played by 4 players, the average https://vannienailor4166blog.blogspot.com/ time they take https://febcasino.com/review/merit-casino/ turns is around poormansguidetocasinogambling 14:20. The house 토토 is divided into three distinct https://septcasino.com/review/merit-casino/ categories: the house