***ওয়াই-ফাই -এর সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের টাচস্ক্রিন পিসি থেকে কন্ট্রোল করুন***
- লিখেছেন আবদুল্লাহ আল ফারুক।
আসসালামু আলাইকুম!
আজ আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো- যার সাহায্যে ওয়াই-ফাই অথবা ইউএসবি কানেকশনের মাধ্যমে স্মার্টফোনের টাচস্ক্রিন কম্পিউটার থেকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আবার, পিসির মাউস পয়েন্টারও ফোনের টাচস্ক্রিন দিয়ে কন্ট্রোল করা যায়।
১. গুগল প্লেস্টোর থেকে (https://play,google,com/store/apps/details?id=com.apowersoft.mirror&hl=en) অথবা, এই লিঙ্কঃ https://apkpure,com/apowermirror-mirror-control/com.apowersoft.mirror / থেকে “ApowerMirror”- অ্যাপটি ডাউনলোড করে নিন।
২. এবার, উইন্ডোজ পিসিতে এই লিঙ্কঃ https://download,apowersoft,com/down.php?softid=apowermirror/ থেকে এক্সিকিউটেবল ফাইলটি ইন্সটল করে নিন।
৩. এখন, পিসিতে ApowerMirror প্রোগ্রামটি ওপেন করুন এবং মোবাইলের ওয়াই-ফাই হটস্পট চালু করে কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
৪. অ্যান্ড্রয়েডে ApowerMirror- অ্যাপটি ওপেন করুন এবং “Mirror” বাটনে ক্লিক করুন।
তারপর এটা ওয়াই-ফাই-এর মাধ্যমে সার্চ করবে এবং পরিশেষে আপনার পিসি ক্লায়েন্টের নাম প্রদর্শন করবে। সেটাতে সিম্পলি ক্লিক করুন এবং “Phone Screen Mirroring” অপশন বাছাই করুন।
এবার, পপআপ ডায়লগ আসবে- “ApowerMirror will start capturing everything that’s displayed on your screen”. “Don’t show again”-তে টিক দিয়ে “Start Now” বাটনে ক্লিক করুন।
[ আর, ফোনের স্ক্রিনকে ল্যাপটপের টাচপ্যাডের মতো ব্যবহার করতে চাইলে “Computer Screen Mirroring”- অপশনটি বাছাই করুন। Remote Desktop কন্ট্রোলের জন্য আরো কিছু ভালো সফটওয়্যারঃ Microsoft Remote Desktop Assistant, TeamViewer, Spacedesk ইত্যাদি। (এগুলোর সাহায্যে শুধু মাউস পয়েন্টার নয়; বরং পুরো পিসি কন্ট্রোল করা যায়। ]
৫. এখন, (শুধুমাত্র প্রথমবারের জন্য!) আপনার অ্যান্ড্রয়েড ফোনটি একটি ইউএসবি ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট করুন।
ফোন স্ক্রিনে ডিবাগিং-এর অনুমতি চাইলে দিয়ে দিন। (Always allow from this computer) -এ টিক মার্ক দিন। [আপনার পিসিতে এডিবি ড্রাইভার ইনস্টল করা না থাকলে এই লিঙ্কঃ http://download,clockworkmod,com/test/UniversalAdbDriverSetup.msi/ - থেকে ড্রাইভার প্যাকেজটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। তা না হলে অ্যান্ড্রয়েড মিররিং কাজ নাও করতে পারে!]
৬. আপনার ফোনের সেটিংস-এর “About device”- অপশনে যান। সেখানকার “Build number” লেখাটিতে ৭ বার ক্লিক করুন। এতে করে “Developer Options” সেটিংস-এ যোগ হবে।
এখন, ডেভেলপার সেটিংস-এ গিয়ে “USB Debugging” অন করে নিন।
৭. সবকিছু ঠিকঠাকমতো করে থাকলে এখন পিসিতে আপনার ফোনের রানিং স্ক্রিনটি দেখতে পাবেন এবং কম্পিউটারের ট্রে-আইকন থেকে ফোন ইজেক্ট করে নিন ও ইউএসবি ডিসকানেক্ট করে দিন।
৮. All Done! এবার, পিসি থেকেই মাউস দিয়ে কন্ট্রোল করুন আপনার ফোন!
৯. এই একই কাজ”Vysor” গুগল ক্রোম অ্যাপ এবং Monnect-এর “PC Remote” অ্যাপ দিয়ে করা যায়!.. তবে, Vysor-এ ওয়্যারলেস কন্ট্রোল ফিচারটি ব্যবহার করতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় এবং মনেক্ট-এর PC Remote- অ্যাপটিও তেমন স্টেবল নয়; তাই, ApowerMirror-ই আমার কাছে ওগুলোর চেয়ে ভালো মনে হয়। তবে, ফুল স্ক্রিন মোড, হোয়াইটবোর্ড ফিচার এবং আরও কিছু বাড়তি অপশন পিসিতে পেতে অ্যাপাওয়ারসফটের ভিআইপি অ্যাকাউন্টের দরকার হয়। আর, এমনিতে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে নির্বিঘ্নেই মিররিং করা যায়!
[ ইনশাআল্লাহ্, পরবর্তীতে আমার ওয়েবসাইটে পোস্টটি ইমেজসহ পাবলিশ করা হবে। ]
১০. আমার ওয়েবসাইটঃ www.technotalk2u,cf এবং www.onusahitya,tk [Remove Comma’s From All Links!]
ফেইসবুক প্রোফাইলঃ facebook,com/aalfaruque1/
আমার আরেকটি শিক্ষামূলক ফেইসবুক পেইজঃ facebook,com/peacefu
তো আর কী! আজকের মতো বিদায়।
মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের সবাইকে সুস্থ রাখুন।
মা’আসসালাম।।
***
Customers have 30 days to fulfill the requirements to unlock the welcome bonus. Firstly, 점보카지노 you'll need to register and be part of the Topbet web site. Once there, enter the required information and open the account. Sign-up bonuses for each bookmaker about their phrases and conditions and durations vary. From a bookmaker’s perspective, sign-up bonuses look quite cheap.
ReplyDelete